নিজস্ব প্রতিনিধি:কমলনগরে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ ক্যাম্পাসে মো. সারোয়ার (১৮) নামে এক ছাত্রের কলেজ ব্যাগ থেকে লোহার রড ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে ওই ছাত্রের বই-খাতা রাখার কলেজ ব্যাগ থেকে সাতটি লোহার রোড এবং শনিবার সকালে তিনটি হাতুড়ি উদ্ধার করেছেন কলেজ অধ্যক্ষ আবদুল মোতালেব। সারোয়ার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ও কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী বলে জানা গেছে।
কলেজ শিক্ষার্থীরা জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে গ্রুপিং চলছে। আধিপত্য বিস্তার করতে ছাত্রলীগ কর্মী সারোয়ার শনিবার সকালে কলেজ ব্যাগে করে ক্যাম্পাসে হাতুড়ি নিয়ে আসেন। হাতুড়ি দেখে সাধারণ ছাত্ররা ধাওয়া করলে তার দুই বন্ধুসহ তিনি দৌঁড়ে পালান।
এ ঘটনার জের ধরে বোরবার দুপুরে ছাত্রলীগ কর্মী সারোয়ার ১০ থেকে ১২ জন বহিরাগত লোকজন নিয়ে কলেজ ক্যাম্পাসে এসে ওইসব সাধারণ শিক্ষার্থীর ওপর হামলার প্রস্তুতি নেন। খবর পেয়ে কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের সহযোগিতায় তার ব্যাগ থেকে সাতটি লোহার রড উদ্ধার করেন। এ সময় সারোয়ারসহ বহিরাগতরা পালিয়ে যান।
কলেজ অধ্যক্ষ আবদুল মোতালেব জানান, সরোয়ারের ব্যাগ থেকে রড ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মির্জা আশ্রাফুজ্জামান রাসেল বলেন, সামান্য ঝামেলা হয়েছে। এ ব্যাপারে কলেজে গিয়ে অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে। তবে, লোহার রড ও হাতুড়ি উদ্ধারের বিষয়টি তিনি এড়িয়ে যান তিনি।
কমিটি গঠনকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ কলেজের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করে।
0Share