জামাল উদ্দিন রাফি: লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে কমলনগরের চর ফলকন ইউনিয়নের এ এন এম আশরাফ উদ্দিনকে পদক প্রদান করেন জেলা প্রশাসক
একেএম টিপু সুলতান। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হেসেনের সভাপতিত্বে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫ সমাপনী অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় বর্ষসেরা চেয়ারম্যান হিসেবে ওই পদক প্রদান করা হয়।
এছাড়াও তথ্য প্রযুক্তিতে ভিবিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, রামগতি উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার উম্মে কুলছুম, জেলা সহকারী প্রোগ্রামার মাকছুদুর রহমান, লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপিচেয়ারম্যান সাইফুল হাছান রনি, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউপিচেয়ারম্যান একেএম আব্দুল করিম খাঁন, রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউপিচেয়ারম্যান শহিদুল্লাহ বিএসসি, রামগতি উপজেলার চর আলগি ইউপিচেয়ারম্যান সিরাজ উদ্দিন,
কমলনগরের তোরাবগঞ্জ ইউডিসি’র উদ্যোগক্তা ওমর ফারুক সবুজ, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউডিসি উদ্যোগক্তা ফেরদাউস আক্তার রত্মা, রায়পুর উপজেলার রায়পুর ইউডিসি উদ্যোগক্তা রেহানা আক্তারকে সেরা উদ্যোক্তা হিসেবে পুরষ্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ,লক্ষ্মীপুর পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান।
0Share