নিজস্ব প্রতিনিধি:: ব্যতিক্রম ধারার দেয়াল পত্রিকা ‘‘বেলাভূমি” প্রকাশ করল লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, মতিহার উচ্চ বিদ্যালয় ও ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের
আলোকযাত্রা দল। ৭-৯ মার্চ ৩টি স্কুলে পত্রিকা গুলো প্রকাশিত হয়। ‘‘বেলাভূমি”র আয়নায় স্থান পেয়েছে তরুণ মনের ভাবনা। গ্রাম, নিজের এলাকা এমনকি সমাজের নানান দিক নিয়ে লিখেছে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা।
বেলাভূমির প্রকাশ কে স্বাগত জানিয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আওয়াল বলেন এ ধারাটি কে নিয়মিত রাখতে হবে। তিনি আরো বলেন কমলনগরের সব শিক্ষা প্রতিষ্ঠানে বেলাভূমি প্রকাশের ব্যবস্থা নেয়া হবে।
৭ মার্চ পত্রিকাটি প্রকাশের পর ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস শহীদ বলেন, স্কুলের ছেলেমেয়েরা এত ভালো দেয়াল পত্রিকা প্রকাশ করতে পারে জানা ছিল না। লেখালেখির এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে। ওদের ভাবনার জগত প্রসারিত হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি এ ধরণের উদ্যোগে শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশ ঘটবে। এই পত্রিকার সঙ্গে জড়িত প্রতিটি শিক্ষার্থী সমৃদ্ধ মানুষ হয়ে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।
৮ মার্চ কমলনগরের কালকিনি ইউনিয়নের মতিরহাট উচ্চ বিদ্যালয়ে আলোকযাত্রা দলের উদ্বোধন করতে গিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বলেন, লেখালেখির মাধ্যমে শিশু কিশোরেরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে। সমাজের নানা বিষয় নিয়ে ভাবতে শিখবে। এভাবে ওরা সমৃদ্ধ মানুষ হয়ে গড়ে উঠবে।
৯ মার্চ বিকেলে কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আলোকযাত্রা দলের শুভ সূচনা ঘটে। সূচনা পর্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বংশীধারী ভৌমিক, সহকারী শিক্ষক মামুনুর রশিদ, মো. ইউসুফ, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম সম্পাদক সানাউল্লাহ সানু প্রমূখ বক্তব্য দেন। অংশগ্রহনকারী ছাত্রছাত্রীদের সামনে লেখালেখির ধারণা ও কলাকৌশল তুলে ধরেন বাংলানিউজের স্পেশাল করপন্ডেন্ট রফিকুল ইসলাম মন্টু।
রফিকুল ইসলাম মন্টু বলেন ‘অবিরাম আলোর পথে অভিযাত্রা’ শ্লোগান নিয়ে উপকূলীয় জেলাগুলোতে যাত্রা শুরু করল স্কুল-ভিত্তিক লেখালেখি কর্মসূচি ‘আলোকযাত্রা’। পাঠ্য বইয়ের পাশাপাশি ছেলেমেয়েদের লেখালেখি বিষয়ে দক্ষ করে তোলাই এ কর্মসূচির লক্ষ্য। এই কর্মসূচির মধ্যদিয়ে ছেলেমেয়েরা লিখতে শিখবে, সমাজের নানান বিষয়ে ভাবতে শিখবে, সমৃদ্ধ মানুষ হয়ে গড়ে ওঠার স্বপ্ন দেখবে। ‘আলোকযাত্রা’র শুরুতে ২ দিন ব্যাপী লেখালেখি পাঠশালা শুরু হয়। দু’দিন ব্যাপী এই পাঠশালায় লেখালেখির লেখালেখির বিষয় নির্ধারণ করে। প্রথম দিনের আলোচনার ভিত্তিতে অংশগ্রহনকারীরা নিজ নিজ লেখার বিষয় নির্ধারণ করে। দ্বিতীয় দিনে অংশগ্রহনকারীদেরএই লেখা নিয়ে ‘বেলাভূমি’ নামের দেয়াল পত্রিকা প্রকাশিত করে।
লেখালেখির মাধ্যমে মেধা বিকাশের প্রত্যয় নিয়ে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, মতিহার উচ্চ বিদ্যালয় ও ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয়ে যাত্রা শুরু করল আলোকযাত্রা দল। এই দলের সদস্যরা চারপাশের বিষয় নিয়ে লিখবে। প্রতি দু’মাস পর পর প্রকাশ করবে ‘‘বেলাভূমি’’ নামের দেয়াল পত্রিকা। নিজেদের অ্যাসাইনমেন্ট নিজেরাই ঠিক করবে। নিজেরাই তৈরি করবে লেখা। এইসব লেখা দিয়ে নিজেরাই বের করবে পত্রিকা।
প্রথম সংখ্যাটি প্রশিক্ষণের আওতায় প্রকাশ করা হলেও পরের সংখ্যাগুলো বিদ্যালয়ের আলোকযাত্রা দলের উদ্যোগে প্রকাশিত হবে। প্রকাশিত দেয়াল পত্রিকা ‘‘বেলাভূমি”শিক্ষার্থীদের উদ্যোগ আর স্কুলের সহযোগিতায় ‘‘বেলাভূমি”র প্রকাশনা নিয়মত রাখা হবে বলে জানিয়েছে ওই স্কুলগুলোর কর্তৃপক্ষ। এজন্য স্কুল থেকে সব ধরণের সহায়তা দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তারা । স্কুল কতৃপক্ষ বলেন, ছেলেমেয়েদেরকে দেয়াল পত্রিকা প্রকাশের সব সময় উৎসাহিত করা হবে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে লেখালেখির নতুন কর্মসূচী আলোকযাত্রা দলের প্রধান রুপকার বাংলানিউজের স্পেশাল করসপন্ডেন্ট রফিকুল ইসলাম মন্টু বলেন, এ উদ্যোগ উপকূলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। লক্ষ্মীপুরে মাত্র ৩টি বিদ্যালয় দিয়ে শুরু হয়েছে ভবিষ্যতে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ও একই কর্মসূচী চালু করা হবে।
লক্ষ্মীপুরে আলোকযাত্রা দলের অধীনে বেলাভূমি প্রকাশের মনিটরিং সহ যাবতীয় সহযোগিতা করছেন বাংলানিউজের জেলা প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম। একই সময় জাতীয় ভাবে এ বিষয়টি দেখাশোনা করছেন অনলাইন সংবাদমাধ্যম “উপকূল বাংলাদেশ” এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ডটসিলিকন।
0Share