নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া তিন মাস বয়সি শিশু কন্যা মিমকে ১২ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত পৌনে ১ টার দিকে
কমলনগর উপজেলার বলিরপোল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগ থেকে শিশুটিকে অজ্ঞাত পরিচয়ের এক নারী চুরি করে নিয়ে যায়। শিশু মিম লক্ষ্মীপুর সদর উপজেলা ভবনীগঞ্জ ইউনিয়নের চর উভুতি গ্রামের বাসিন্দা নুরুল আমিনের মেয়ে। কমলনগর থানার উপ পরিদর্শক (এস আই) মো. রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শিশুর মা শামছুন নাহারকে খবর দেয়া হয়েছে। সনাক্ত করলে শিশুটিকে মায়ের কোলে তুলে দেয়া হবে।
প্রসঙ্গত, শিশুর মা শামছুন নাহার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় বাবার বাড়িতে বেড়াতে যান। ওই বাড়িতে শিশু মিম অসুস্থ্য হয়ে পড়লে মা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসা নিতে হাসপাতালের বর্হিবিভাগে অপেক্ষা করছিলেন তারা। এসময় এক অজ্ঞাত পরিচয়ের নারী মিমকে কোলে নিয়ে আদর করেন। এক পর্যায়ে কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জনান, এ ঘটনায় থানায় তাৎক্ষণিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশের ১২ ঘন্টার অভিযানে শিশু কন্যা মিম উদ্ধার হয়। তিনি আরও বলেন শিশু চুরির ঘটনায় তদন্ত চলছে; জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0Share