প্রতিনিধি: কমলনগরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪টি বাঁধা জাল (জাটকা ধরার জাল) জব্দকরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ১০ মণ জাটকা আটক করা হয়। শনিবার (১৮ এপ্রিল) বেলা ৩টার দিকে
জালগুলো পোড়ানো হয়। জব্দকৃত জাটকাগুলো এতিমখানায় বিরতণ করা হয়। এর আগে শনিবার সকাল থেকে অভিযান চালিয়ে ওইসব জাল ও জাটকা জব্দ করা হয়।
হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনর্চাজ উপ পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন খাঁন জানান, মেঘনা নদীর বাত্তিরঘাট এবং সাহেবেরহাট এলাকায় জাটকা ধরার সময় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে নদী থেকে ৪টি বাঁধা জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংসা করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
0Share