নিজস্ব প্রতিনিধিঃ রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন অনলাইন এক্টিভিষ্টদের সমন্বিত ও জনপ্রিয় সংগঠন রামগতি-কমলনগর অনলাইন এক্টিভিষ্ট ফোরামের উদ্যোগে ঈদ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় রামগতির আলেকজান্ডার পাইলট হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপত্বিত করেন ফোরামের সভাপতি জেলার জনপ্রিয় অনলাইন এক্টিভিষ্ট ও ফ্রি ল্যান্স সাংবাদিক সারোয়ার মিরন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ এবং বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান ফিরোজ,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন।
উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ তার বক্তব্যে ফোরামের কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন এবং উক্ত ফোরামকে সর্বপ্রকার সহযোগীতার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন সংগঠনটির মানব সেবামুলক কাজ, বিশেষ করে নদী ভাঙ্গন ইস্যুকে ফেসবুকের মাধ্যমে বিশ্বে তুলে ধরার জন্য এর সদস্যদের কে ধন্যবাদ জানান।
এছাড়া ফেসবুক যেন সৎ উদ্দেশ্য ছাড়া অসৎ উদ্দেশ্যে ব্যবহার না হয়, সে দিকেও খেয়াল রাখতে সবার প্রতি অনুরোধ করেন। এছাড়াও তিনি অচিরেই রামগতিতে পর্যটন কেন্দ্র গড়ার তোলার আশ্বাস দেন।
রামগতি-কমলনগর অনলাইন অ্যাক্ট্রিভিষ্ট ফোরামের সাধারণ সম্পাদক মাসুদ সুমন ও জেবুন নাহার জুলিয়ার পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামগতি প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, অনলাইন নিউজপোর্টাল ইউনাইটেড নিউজের সম্পাদক আহম ফয়সল, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সানা উল্লাহ সানু, জাতীয় বির্তক ক্লাবের জেনারেল সেক্রেটারী শাকিল মাহবুব, লক্ষ্মীপুর ডেবিট ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজিজুর রহমান খান, অনলাইন এক্টিভিষ্ট ফোরামের সহ সভাপতি মোঃ বেলাল, ঢাকাস্থ রামগতি স্টুডেন্ট ইউনিটির সভাপতি যোবায়ের তালুকদার, রামগতি স্টুডেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, রামগতি রক্ষা মঞ্চের প্রধান সমন্বয়ক মোঃ রায়হান, ফেইসবুক ভিত্তিক গ্রুপ হৃদয়ে রামগতির এডমিন ও ব্লগার সাইফুল আলম মাসুম, রামদয়াল শাখার অনলাইন অ্যাক্টিভিস্ট সমন্বয়ক জোবাইদ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোঃ দিদারুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফোরামের আহবায়ক: সহ সভাপতি হারুনুর রশিদ রাসেল, প্রচার সম্পাদক: এন এস রায়হান, হৃদয়ে রামগতির এডমিন: ইউসুফ আহমেদ হৃদয়, স্বপ্ন মিছিলের পরিচালক: আসিফ হোসেন,অনলাইন এক্টিভিষ্ট মাসুম সারোয়ার মিলাদ মাহমুদ, কেনডিড বয় রনি, আর জে সাইফু, প্রিন্স মাজহার, মো: রহমান, মো: ইমরান, মীর শরীফ, পিয়াস মাহমুদ, সারোয়ার সবুজ, ক্রিকেটার সোহাগ, বেলাল সহ অনলাইন বন্ধুগণ।
অনুষ্ঠানে আঞ্চলিক ক্রীড়া সংগঠক দিদারুল ইসলাম খন্দকার, ফুটবলার ও ফেনী সকার ক্লাবের অধিনায়ক আকবর হোসেন রিদন, অনলাইনে বিনামূল্যে রক্ত সরবরাহ ও বিতরনের জন্য রক্ত মানবী নিশি আক্তার, জাতীয় বির্তক সংগঠক মাহবুবুর রহমান শাকিল এবং রামগতি রক্ষা মঞ্চের সমন্বয়ক হারুন রশিদ রাসেল কে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়াও ফোরামের কুইজ বিজয়ী ও সেরা প্রোফাইল পিচারের জন্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে স্থানীয় শিল্পীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। যাতে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী শিল্পী কামরুজ্জামান ও অঞ্জন দত্ত। এ সময় স্থানীয় শিল্পীদের গানের সাথে সুর মেলান রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ উপস্থিত অতিথি বৃন্দ।
0Share