লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ব্যবসায়িক দোকানে ঢুকে পড়েছে । এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে লক্ষ্মীপুর-চট্রগ্রাম মহাসড়কের চরচামিতা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ
বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে দূর্ঘটনাকবলিত গাড়ীর সকল যাত্রী ছিল ভোলা-বরিশাল ও চরফ্যাশন এলাকা থেকে আসা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি বাস শাহী (ঢাকা মেট্রো-ব, ১৪-৩৫০৮) ঘটান্থলে এসে ইকোনা গাড়ী পাস (ওবার টেক) করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি গাছের সাথে ধাক্কা লেগে স্থানীয় জুয়েল ষ্টোর, মতিন ষ্টোর, বাবুল ও শাহ আলমের চায়ের দোকানসহ ৪ টি ব্যবসায়িক দোকানে ঢুকে পড়ে ধুমড়ে মুচড়ে যায়। এসময় ওই বাসে থাকা কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন। তবে ব্যবসায়িক দোকান গুলো বন্ধ থাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি বলে জানায় হাইওয়ে পুলিশ।
0Share