নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় অভিযান চালিয়ে ১২টি মাছ ধরার ফাঁদ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বধুবার ( ২৯ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার রমহমাতখালী ও আশপাশের বিভিন্ন সংযোগ খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর কান্তি বসাক। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র দাস।
মৎস্য অফিস সূত্র জানায়, উপজেলার জকসিন, মান্দারী, হাজিরপাড়া ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া, পাঁচপাড়া গ্রামে রহমতখালী খাল এবং সংযোগ খালে মাছ ধরার ফাঁদপাতে স্থানীয়রা। এতে দেশীয় প্রজাতির ছোটমাছ ধ্বংস ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমন পরিস্থিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
0Share