নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলাধীন উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নব নির্বাচিত ৬২ জনের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। রোববার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান চট্রগ্রামের বিভাগীয়
কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ্। নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন চট্রগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কংকন চাকমা,নোয়াখালীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অনুমপ বড়ুয়া, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ গোলাম মোস্তফা।
নব-নির্বাচিত সদস্যগণের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জাহানারা বেগম, নোয়াখালীর চাটখিল উপজেলার আলেয়া বেগম,ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাশেদা জান্নাত এবং ।
লক্ষ্মীপুরের নির্বাচিতরা হলেন রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর জাহানারা বেগম ও মায়া, করপাড়া ইউপি মেম্বার সুরাইয়া বেগম, নোয়াগাঁও ইউপি মেম্বার হোসনেয়ারা বেগম ও ভাদুর ইউপি সদস্য জাহানারা বেগম।
প্রসঙ্গত গত ১৫ জুন সোমবার দেশের বিভিন্ন স্থানে ৪র্থ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
0Share