নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের অস্ত্র ও গুলিসহ মোঃ মাসুদ(২৬) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে দাসেরহাট ফাড়িঁ থানা পুলিশ। এ সময় ডাকাত দলের সাথে পাল্টাগুলিতে পুলিশের ৪ সদস্য আহত হয়। রবিবার রাতে সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের বন্ধের গোড়া ব্রীজের সংলগ্ন এলাকা এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত
মাসুদ চর শাহী গ্রামের নুরুল করিম পাটোয়ারীর ছেলে। আহত পুলিশ সদস্যদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দাসেরহাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জহিরুল ইসলাম জানান, পূর্ব সৈয়দপুর গ্রামের বন্ধের গোড়া ব্রীজের সংলগ্ন হাফেজ লুৎফর রহমানের বাড়ীর উত্তর পাশে কয়েক জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে পোছঁলে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ী গুলিছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। ডাকাতদের গুলিতে পুলিশের ৪ কনষ্টেবল আহত হয়।
এ সময় বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মাসুদ নামের যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থ থেকে ১টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার । আহত মাসুদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দাসেরহাট পুলিশ ফাঁড়ীর এএসআই মনিরুজ্জামান বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
0Share