মাহবুবুল ইসলাম ভূঁঞা: লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে নববধু সালমা জান্নাতকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার একমাস পর ছয় জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (১০ আগষ্ট) সকালে লক্ষ্মীপুর সদর থানার এস আই মোঃ আবু তাহের বাদী হয়ে নিহত সালমার স্বামী খলিলকে প্রধান
আসামী এবং আরো ৫ জনের নাম উল্লেখসহ এ মামলা দায়ের করেন। এ দিকে মামলায় দায়েরের পর নিহত সালমার শ্বাশুড়ী হালিমা বেগমকে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিয়ের ৩ মাস না পেরুতেই যৌতুক না পেয়ে গত ১১ জুলাই সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মাঝি বাড়ীতে সালমাকে গলা টিপে ও গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার করে স্বামী ও শ্বশুর পক্ষের লোকজন। পরে স্থানীয় ইউপি মেম্বার আবুল বাসার ও মোজাম্মেল হক বাচ্চুসহ প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে অপচেষ্টা শুরু করেন।
ঘটনার পরদিন প্রভাব খাটিয়ে সালমার পরিবারকে ১ লক্ষ টাকায় সমঝোতা করতে বাধ্য করেন তারা। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের নির্দেশে সোমবার পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মিয়া জানান, বিয়ের ৩ মাসের মাথায় নববধু সালমার এ হত্যাকান্ডটি অত্যন্ত মর্মান্তিক। তাকে গলা টিপে ও গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ না করায় পুলিশ নিজেই বাদী হয়ে এ মামলা দায়ের করেছে।
এ হত্যাকান্ডের সাথে জড়িত সবাইকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে এবং ধামাচাপাকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
0Share