লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অভ্যন্তরীন জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি এবং জলাশয়ে দেশীয় জাতের প্রায় ৫০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। (আজ) বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যেগে স্থানীয় রহমত খালী নদীর ¯œান ঘাটে অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান এ কর্মসুচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) এস এম মহিব উল্যাহ, উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, মৎস্য কর্মকর্তা আবুল কাশেম, জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, ই উপি চেয়ারম্যান মীর শাহ আলম, যুবলীগ নেতা মাহবুবুল হক মাহবুব প্রমুখ। পরে তেরবেকী এলাকা ও মান্দারীসহ বিভিন্নস্থানে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।
0Share