প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার গন্ধব্যপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাঙ্গণে বাল্য বিবাহ প্রতিরোধে মা সমাবেশ বুধবার সকালে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মিজানুর রহমান।
বেসরকারী এনজিও বাপসার আয়োজনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফরিদা ইয়াছমিন লিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল করিম দিপু।
বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি শাহাজান কামাল, ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম খান, মাদ্রাসার অধ্যক্ষ ওমর ফারুক, এনজিও বাপসার গ্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, প্রোগ্রাম কো অডিনের্টর জোবেদা বেগম, মাও: খোরশেদ আলম, ইসামইল হোসেন রুবেল।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার কিশোরী ছাড়া প্রায় ৩ শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তাদের উদ্দেশ্যে বলেন, সমাজ থেকে বাল্য বিবাহের মতো অভিশাপ থেকে মুক্ত থাকতে হবে। বাল্য বিবাহের কবলে পড়ে একদিকে কিশোরীরা অল্প বয়সে মা হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে অন্য দিকে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহন থেকে বঞ্চিত হচ্ছে। তাই বাল্য বিবাহ রোধে মা-বাবা ছাড়াও পরিবারের সকলে এগিয়ে আসতে হবে।
এসময় ৩ শতাধিক মা ও ২ শতাধিক কিশোরী বাল্য বিবাহ কাজে নিজেদের না জড়ানোর অঙ্গিকার করেন।
0Share