শোকাবহ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁদের পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করে লক্ষ্মীপুরে জেলা পরিষদের উদ্যোগে কোরআন খতম, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, প্রবীণ আওয়ামী লীগ নেতা এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর আদালতের সরকারি কৌশুলি (পিপি) জসিম উদ্দিন, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর বিদোয়ান আরমান শাকিল, পৌর আ’লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ, জেলা পরিষদের সদস্য আরিফ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ ও সাবেক জেলা যুবলীগের যুগ্নআহ্ববায়ক বায়জিদ ভূঁইয়া।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধিরা তাঁকে স্বপরিবারে হত্যা করেছে। তারা চেয়েছিল ইতিহাস থেকে তাঁর নাম মুছে দিতে। তবে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে বঙ্গবন্ধুর নাম গেঁথে আছে।
0Share