সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ জানুয়ারি লক্ষ্মীপুরে প্রায় তিন লাখ শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

১১ জানুয়ারি লক্ষ্মীপুরে প্রায় তিন লাখ শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

১১ জানুয়ারি লক্ষ্মীপুরে প্রায় তিন লাখ শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

লক্ষ্মীপুরে প্রায় তিন লাখ ( ২ লাখ ৮৭ হাজার ৩২৬) শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবারের (১১ জানুয়ারি) ক্যাম্পেইনে জেলার ১ হাজার ৪৮৬ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফ্ফার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আশফাকুর রহমান মামুন ও সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রামার মাহবুবুল হক মাসুম প্রমুখ।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এ সময় জেলার ১ হাজার ৪৮৬টি কেন্দ্রে ২ লাখ ৮৭ হাজার ৩২৬ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩২ হাজার ১৫৫ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫৫ হাজার ১৭১ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।

লক্ষ্মীপুর পৌরসভায় ৪৬টি, সদরে ৫০৫টি, রায়পুরে ২৬৬, রামগঞ্জে ২৬৫, রামগতিতে ১৮৬ ও কমলনগর উপজেলায় ২১৮ কেন্দ্রে স্থাপন করা হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ২৩৩ জন স্বাস্থ্য সহকারী, ২৩৪ জন এফ ডব্লিউএ কর্মী, ১৭৪ জন সিএইচসিপি কর্মী, ২ হাজার ৯৭৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। ১৮৪ জন সুপারভাইজার এতে উপস্থিত থাকবেন।

স্বাস্থ্য আরও সংবাদ

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুই সংযোজন

রামগতিতে ক্ষুদে ডাক্তার কার্যক্রমের উদ্বোধন

রায়পুরের সেই ডাক্তারের লাখ টাকা জরিমানা, চেম্বার সিলগালা

রামগতিতে পোলট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ

উপকূলেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, জনবল সঙ্কটে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com