টেকনিক্যাল স্কেল ও পদ মর্যাদাসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। ফলে জেলায় টিকাদান কর্মসূচিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। ১৩তম দিনেও স্বাস্থ্য সহকারীরা সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জেলার এ কর্মসূচিতে অংশ নেয়। এতে জেলার ১ হাজার ৩৯২টি কেন্দ্রে টিকাদান কর্মসূচী বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছে নবজাতক, কিশোরী ও গর্ভবতী নারীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা দাবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাজমুল হোসেন, সদস্য সচিব আব্দুল বাতেন, সদর উপজেলা সভাপতি শাহনাজ আক্তার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ, নুরুল আলম ভূঁইয়াসহ জেলার সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা।
এদিকে বক্তারা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত দফাগুলো বাস্তবায়ন করার জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জেলার সকল টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান বক্তারা।
0Share