কামরুল হাসান হৃদয় | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে দুই দিন ব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে বিভিন্ন ধরনের ইসলামিক বই, ডায়েরি ও জুলাই বিপ্লব আন্দোলনে শহিদদের নামখচিত ক্যালেন্ডার এর সমাহারে এই উৎসবের আয়োজন করা হয়।
নববর্ষ প্রকাশনা উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারি আব্দুল আল হামদু, অর্থ সম্পাদক জুনায়েদ হোসেন খান, কলেজ ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন হোসেন প্রমূখ।
এসময় প্রকাশনী উৎসবটি পরিদর্শন করেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মুনজুরুর রহমান ও বিভিন্ন বিভাগ এর শিক্ষকগণ।
প্রকাশনা উৎসব এর বিষয়ে জানতে চাইলে, কলেজ ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন বলেন, এতদিন পর্যন্ত ছাত্রশিবিরকে নানাভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের জন্য যেসব কাজ করি তা সামনে আনতে দেওয়া হয়নি। কিন্তু এখন আমরা যে আয়োজন করছি তাতে শিক্ষার্থীরা বুঝতে পারছে ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে। এ উৎসবে ছাত্রশিবির যেসব প্রকাশনী সামগ্রী রয়েছে তা হলো- ডায়েরি, ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার এবং পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক জাগরণের জন্য বিভিন্ন বই রাখা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের সৃজনশীল, গবেষণাধর্মী এসব আয়োজন ও প্রকাশনীর মাধ্যমে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির সুন্দর দিক দেখতে পারবে।
326Share