কামরুল হাসান হৃদয় | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নিহত আবুল কাশেম হত্যার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শহরের আফনান চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের শহিদ মাসরুর চত্বর (দক্ষিণ তেমুহনি) গিয়ে শেষ হয়। এর আগে আফনান চত্বর সংলগ্ন পেট্টোল পাম্পের সামনে নিহত কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় তারা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আওয়ামীলীগের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালোসহ নানা স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আরমান হোসাইন বলেন, গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কাশেম ভাইকে হত্যা করেছে। বাংলার মাটিতে ছাত্রলীগের মত আওয়ামীলীগকেও নিষিদ্ধ করতে হবে।
তিনি আরো বলেন, ডেভিল হান্টের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারের পর একদল তদবির করছেন। তাদের কঠোরভাবে হুশিয়ার করছি, নয়তো ফ্যাসিস্টদের মত তদবিরকারীদেরও উৎখাত করে দেবো।
জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আব্দুল হামিদ বলেন, আমাদের কাশেম ভাইকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। আমরা আর কোনো ভাইকে এই স্বাধীন বাংলায় শহিদ হতে দিবো না।
প্রসঙ্গত, গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যু হয়। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
563Share