নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
লক্ষ্মীপুরে মোবাশ্বেরা চৌধুরী ইসলামিক একাডেমির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার বটতলী সংলগ্ন দক্ষিণ মটবি এলাকার সুজায়েত উল্লাহ চৌধুরী বাড়ির সামনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেহানা ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও ইউএসএ ভিত্তিক এনকে সফটের ম্যানেজিং ডিরেক্টর জন সাখাওয়াত হোসেন চৌধুরী, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো. মোহামিনুজ্জামান, মান্দারী বড় মসজিদের খতিব মওলানা মাহবুবুর রহমান মাদানী, বাংলা আওয়াজ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এবং এডভোকেট দিদারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ মওলানা তারেকুল ইসলাম, মোবাশ্বেরা চৌধুরী ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক মওলানা শাহাদাত হোসেন প্রমুখ।
এসময় ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব), চট্টগ্রাম মেডিকেল কলেজের সন্ধানী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই ইউএসএ, রোটারি ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক, ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ইউএসএ এতে আর্থিক সহযোগিতা করে।
58Share