সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

লক্ষ্মীপুরে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

লক্ষ্মীপুরে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করছেন জেলার সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

পরে পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন এবং জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ শুক্রবার ভোর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে শহীদ মিনারে আসেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। তাঁরা শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এরপর একে একে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজকের দিনটি জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতৃভাষার জন্য সালাম, বরকত জব্বারসহ যারা জীবন দিয়েছেন, তাঁদের জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে। ভাষার জন্য যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ধারাবাহিকতায় স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন হয়েছিল।’

দিবসটি উদ্‌যাপনে জেলার পাঁচটি উপজেলায় সকাল থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জেলার বিভিন্ন স্কুল-কলেজে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

দিনের বেলায় পানাহার লক্ষ্মীপুর শহরে কান ধরে উঠবস করালো বণিক সমিতির নেতা

চিরকুট দিয়ে শিক্ষক পরিবারকে ভিডিও ফাঁসের হুমকি, থানায় অভিযোগ

লক্ষ্মীপুরে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

নিবন্ধন পুনর্বহাল দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

লক্ষ্মীপুরের মটবীতে মোবাশ্বেরা চৌধুরী ইসলামিক একাডেমির উদ্বোধন

গাজীপুরে ছাত্র হত্যা ও আ.লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুর শহরে কফিন মিছিল 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com