নিজস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:
রোগী হয়রানির অভিযোগে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে সাতজনকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান।
আটকরা হলেন, মোহাম্মদ ফেরদৌস, মো. দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার, কবির হোসেন ও মো. সোহেল।
তাদের বিরুদ্ধে রোগীদের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে হয়রানির মাধ্যমে আর্থিক লাভবান হওয়ার অভিযোগ রয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, “সিভিল সার্জনের সঙ্গে আমাদের সভা ছিল। এজন্য অভিযানের সময় আমি হাসপাতালে ছিলাম না। পরে অভিযানের বিষয়ে খবর পেয়েছি।”
সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “আটক দালালদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
465Share