সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দুদক চেয়ারম্যানের সেতু উদ্বোধনে উদ্বিগ্ন টিআইবি

লক্ষ্মীপুরে দুদক চেয়ারম্যানের সেতু উদ্বোধনে উদ্বিগ্ন টিআইবি

লক্ষ্মীপুরে দুদক চেয়ারম্যানের সেতু উদ্বোধনে উদ্বিগ্ন টিআইবি

image_75515_0ডেস্ক সংবাদ: সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামানের লক্ষ্মীপুরে সেতু উদ্বোধনের সংবাদে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ধরনের ‘স্বার্থের সংঘাতমূলক’ আচরণ পরিহারপূর্বক প্রতিষ্ঠানের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য দুদকের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

রোববার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সেতু উদ্বোধন করা ও দলীয় রাজনৈতিক অনুষ্ঠানে দুদক নেতৃত্বের অংশগ্রহণ দুদকের জন্য স্বার্থের দ্বন্দ্ব তৈরি করতে পারে এবং স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।’

তিনি আরো বলেন, ‘দুদক নেতৃত্বকে স্মরণ রাখতে হবে যে, সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হলেও দুদক কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। প্রতিষ্ঠানটিকে সকল প্রকার দলীয় আনুগত্য বা প্রভাব থেকে দূরে রাখতে হবে। জনপ্রতিনিধি বা সরকারের মন্ত্রী-আমলার মতো উদ্বোধনের সংস্কৃতি পরিহার করতে না পারলে দুদকের পেশাদারিত্ব খর্ব হবে, ভাবমূর্তি বিনষ্ট হবে।’

তাছাড়া সাবেক ও বর্তমান জনপ্রতিনিধির প্রশ্নবিদ্ধ সম্পদ অর্জন সম্পর্কিত তদন্তের বিষয়ে কোনো কার্যকর অগ্রগতির পরিবর্তে দৃশ্যমান দীর্ঘসূত্রিতায় উদ্বেগ প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘ওই বিষয়ে তদন্ত কার্যক্রম শুরুর ক্ষেত্রে নির্বাচন কমিশনের বৈঠকের ওপর নির্ভরশীলতার যুক্তি গ্রহণযোগ্য নয়। সন্দেহভাজন একজনের ক্ষেত্রে অনুসন্ধান শুরু করতে পারলে একই প্রক্রিয়া অন্য সবার বেলায়ও প্রযোজ্য হওয়া উচিৎ বলে মনে করে টিআইবি।’

উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান শুক্রবার লক্ষ্মীপুর পৌর এলাকায় দুই কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতুর উদ্বোধন করেন। রাতে তিনি পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা আবু তাহেরের দেওয়া এক নৈশভোজে যোগ দেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিকেলে বাঞ্চানগর গ্রামের ল ইয়ার্স কলোনিতে নবনির্মিত শিশুপার্কের সংযোগ সড়কে ওই দুটি সেতুর উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, পৌরসভার মেয়র আবু তাহের, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফোরকান আহমেঞ্চদ প্রমুখ। পৌরসভার সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো প্রকল্পের আওতায় রহমতখালী খালের ওপর এক কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২৭ মিটার এবং জেলা শহর অবকাঠামো প্রকল্পের আওতায় ৮৪ লাখ টাকা ব্যয়ে ২৪ মিটার দীর্ঘ ওই সেতু দুটি নির্মাণ করা হয়। জেলা সার্কিট হাউসের একটি সূত্র জানায়, দুদক চেয়ারম্যানের সম্মানে রাত নয়টার দিকে মেয়র তাহের নৈশভোজের আয়োজন করেন। এতে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাসহ অন্তত ৬০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

টিআইবি মনে করে শুধু দুর্নীতির অনুসন্ধান বা দুর্নীতিবিরোধী প্রচারণা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আয়োজিত এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ দুদক নেতৃত্বের জন্য বর্জনীয়।
সূত্র:ইত্তেফাক/বাংলাদেশপ্রতিদিন/প্রথমআলো

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ব্যবসায়ীদের সম্মানে আইবিডব্লিউএফের ইফতার

নতুন প্রজন্ম আন্দোলন করেছিল সংস্কারের জন্য, নির্বাচনের জন্য নয়- রামগতিতে আ স ম রব

লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার ও মেজবান সম্পন্ন

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার অনুষ্ঠান

কমলনগর ও লক্ষ্মীপুর সদর ইউএনও’র গাড়ি চালকসহ ২৮জনের চাকরি স্থায়ীকরণে বাঁধা কাটল

লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী হয়রানির অভিযোগে আটক-৭

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com