নিজস্ব প্রতিনিধি: ৩১ মার্চ নির্বাচনকে ঘিরে জেলাব্যাপী সর্বত্র এক প্রকার আতংক বিরাজ করছে। নির্বাচনে সরকার ও বিরোধী জোটের নেতাকর্মীদের এলাকা কেন্দ্রিক অব্যাহত পাল্টাপাল্টি হুমকি ও কেন্দ্রে ভোটারদের না যেতে নিষেধ করায় এ আতংক অবস্থার সৃষ্টি হয়েছে। শনিবার রাত থেকে নির্বাচনী প্রচারনা থেমে গেছে। ইতিমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী সহ আইনশৃংখলা রক্ষাকারী । তবু আতংক পিছু ছাড়ছে না স্থানীয় জনগনের মাঝে।
৩১ মার্চ উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যে উৎসাহ উদ্দীপনা সহকারে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, সে অনুপাতে ভোটারদের মাঝে তেমন কোন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে না। উপরন্ত নির্বাচনী এলাকায় নিরব আতংকগ্রস্থ ভোটাররা প্রকাশ্যে মুখ খুলছে না। ইতিমধ্যে মাঠ পর্যায়ে ছোট খাট বিচ্ছিন্ন ঘটনা নিয়ে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে দেখা গেছে।
সরেজমিনে এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বললে তারা জানায়, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে যে সকল জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে রকম কোন নির্বাচনী পরিবেশ নেই চলমান এ উপজেলা নির্বাচনে।
ভোটাররা মনে করছেন, প্রকাশ্যে পক্ষাবলম্বন আর বিরোধীতা করে অনর্থক কারো বন্ধু কারো শত্রু হওয়ার কোন মানেই হতে পারে না । এ সমস্ত চিন্তা ভাবনা মাথায় রেখে ভোটারেরা হিসাব নিকাশ করে পা ফেলছে। যে কারণে আগের মতো চায়ের কাপে ঝড় উঠছে না। বরং নিরব দর্শকের মতো প্রার্থীদের আশার বাণী আর প্রতিশ্রুতির ফুলঝুরী বহন করে সময় অতিবাহিত করছেন ভোটাররা।
শেষ পর্যন্ত সাধারণ জনগণের প্রত্যাশা শান্তিতেই অনুষ্ঠিত হবে ৩১ মার্চের এই নির্বাচন।
0Share