সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
নদীর জন্য পদযাত্রায়, ডাকাতিয়া রক্ষার আহবান

নদীর জন্য পদযাত্রায়, ডাকাতিয়া রক্ষার আহবান

0
Share

নদীর জন্য পদযাত্রায়, ডাকাতিয়া রক্ষার আহবান

raipur-dakatiaজিল্লুর রহমান,ঢাকা: বিশ্বের অন্যান্য দেশের মতো রবিবার বাংলাদেশেও আন্তর্জাতিক নদী দিবস পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হল—নদীর তীর ফিরিয়ে দাও।

আন্তর্জাতিক নদী দিবসে বাংলাদেশের শত নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখাসহ নদীকে দখল এবং দূষণমুক্ত রাখার দাবীতে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত মানব বন্ধনে দেশের পরিবেশবাদী ৩৬টি সংগঠনের সাথে একাত্মতা ঘো্ষনা করে “ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন”।

এ সময় অন্যান্য সংগঠনের সাথে মানববন্ধনে অংশ গ্রহন করে বক্তব্য রাখেন,”ডাকাতিয়া সুরক্ষা আন্দোলনের সদস্য সচিব জিল্লুর রহমান। তিনি তার বক্তব্যে ডাকাতিয়া নদীর সুরক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন ও ডাকাতিয়াকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।

অন্যদিকে একই সময়ে বাপা সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন বলেন, নদী বিপর্যয়ের মূল কারণগুলো হচ্ছে স্থানীয় প্রভাবশালী, রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি বা তাদের স্বজন বা নামধারী, শিল্পমালিক, ব্যবসায়ী, ক্ষমতাবান, সন্ত্রাসী, সরকারি বা বেসরকারি দফতর বা শিল্পকারখানা, শিল্প বর্জ্য, গৃহস্থালি বর্জ্য, হাসপাতাল বর্জ্য, ইটিপি নেই, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বাঁধ ও স্লুইসগেট নির্মাণ, কম উচ্চতার সেতু, কালভার্ট, রাস্তা, বালু উত্তোলন ইত্যাদি।

শুধু দখল-দূষণ নয়, নদীর উজানে বাঁধ দেওয়ায় তীরের ভাঙন তীব্র হচ্ছে। কোথাও শুকিয়ে নদীর মৃত্যু হচ্ছে বলে জানান প্রাণ ও প্রতিবেশ সংরক্ষণ বিষয়ক গবেষক পাভেল পার্থ।
তবে দখল-দূষণ বাড়ার পাশাপাশি দেশে নদী রক্ষায় সচেতনতাও বেড়েছে। তীর দখল ও দূষণ থেকে নদী রক্ষার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে ৩৬টি নদী ও পরিবেশ বিষয়ক সংগঠন।

অন্যদিকে নদী রক্ষায় কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন রিভারাইন পিপলের প্রতিষ্ঠাতা শেখ রোকন বলেন, নদী বাঁচাতে হলে প্রথমে তার তীর রক্ষা করতে হবে।

প্রসঙ্গত নদী দখল ও দূষণের বিরুদ্ধে জনমত গড়তে বিশ্বের বিভিন্ন দেশে ‘বিশ্ব নদী দিবস’ পালিত হয়। কানাডার নদী সংরক্ষণ কর্মী ড. মার্ক অ্যাঞ্জেলো নদী দিবসের প্রতিষ্ঠাতা। ১৯৮০ সালে নদী দিবসের দাবি জানান তিনি। পরে জাতিসংঘ ২০০৫ সালের সেপ্টেম্বর মাসের শেষ রবিবার ‘বিশ্ব নদী দিবস’ ঘোষণা করে। গত বছর বিশ্বের ৭০টি দেশে দিবসটি পালিত হয়

লক্ষ্মীপুরের দর্শনীয় আরও সংবাদ

রামগতির চর আবদুল্যায় আটকে পড়া ২৬ পর্যটক উদ্ধার করলো নৌ-পুলিশ

লক্ষ্মীপুরে মেঘনাপাড়ের ঘাটগুলোতে তরুণদের ব্যাপক উচ্ছৃঙ্খলতা; সবাই চুপচাপ

লক্ষ্মীপুরের মতিরহাট মেঘনা বীচে বেলাভূমির পথে পথে

পর্যটন কেন্দ্র হিসেবে লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন

খোয়া সাগর দিঘি আর জমিদার বাড়ি ঘিরে লক্ষ্মীপুরের নতুন পর্যটন

লক্ষ্মীপুরে পর্যটন দিবস পালন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com