সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
অবশেষে লক্ষ্মীপুরে দ্বিধা বিভক্ত সাংবাদিক সমাজে ঐক্যের ডাক

অবশেষে লক্ষ্মীপুরে দ্বিধা বিভক্ত সাংবাদিক সমাজে ঐক্যের ডাক

অবশেষে লক্ষ্মীপুরে দ্বিধা বিভক্ত সাংবাদিক সমাজে ঐক্যের ডাক

সানা উল্লাহ সানু: দীর্ঘ কয়েক বছর থেকে চলমান মতবিরোধের অবসানের লক্ষ্যে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা শেষ পর্যন্ত একমত হয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাব পুনঃ গঠন করতে যাচ্ছেন। এ লক্ষ্যে জেলার দ্বিধাবিভক্ত সাংবাদিকদের কে একমঞ্চে আনার জন্য গত ২৯ নভেম্বর শনিবার এবং ১ ডিসেম্বর সোমবার রাতে জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে ২ দফায় বৈঠক করেছেন স্থানীয় সাংবাদিকদের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে লক্ষ্মীপুর প্রেসক্লাব পুনঃ গঠনের জন্য একটি আহবায়ক কমিটি এবং গঠনতন্ত্র সংশোধনের জন্য আরো একটি উপকমিটি গঠন করা হয়।press club copy

৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক করা হয় দৈনিক ভোরের মালঞ্চের সম্পাদক প্রবীণ সাংবাদিক আবদুল মন্নান ভুইয়া কে এবং অপর ৭ সদস্য বিশিষ্ট উপকমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয় দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ও বিজ্ঞ সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী কে। উভয় কমিটিই আগামী এক সপ্তাহের মধ্যে মতবিরোধহীন লক্ষ্মীপুর প্রেসক্লাব গঠনের জন্য কাজ করবেন।

২ দফা বৈঠকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের বর্তমান দুটি অংশের তালিকা ভুক্ত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিষয়টি প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন দৈনিক প্রথম আলোর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এম জে আলম।press club 2 copy

এম জে আলম লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম কে বলেন, দীর্ঘ দিন থেকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা নানা কারণে দুটি অংশে বিভক্ত রয়েছে । এতে প্রশাসন, রাজনীতিবিদ এবং সাধারন মানুষ প্রায় বিভ্রতবোধ করছেন। বিষয়টি নিয়ে সাংবাদিক সমাজ ও বিভ্রত। ইতোপূর্বে বেশ কয়েক বার চেষ্টা করেও বিভক্ত সাংবাদিক সমাজ কে একত্রিত করা সম্ভব হয়নি। অবশেষে এবার শেষ চেষ্টায় সফল হবো বলে আশাবাদী।

তিনি আরো জানান, আমি প্রাথমিক অবস্থায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় রাজনীতিবিদ, প্রেসক্লাবের উভয় অংশ, স্থানীয় প্রবীণ ও বিজ্ঞ সাংবাদিকদের সাথে আলোচনা করে নিদিষ্ট কয়েকজন কে ঐতিহ্য কনভেনশন সেন্টারে আমন্ত্রন করেছি। এরপর দুটি কমিটি করা হয়েছে। প্রয়োজনে আরো কয়েকবার বৈঠক করা হবে।

এদিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের উভয় অংশের ঐক্যের খবরে সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‍্যাব-পুলিশ কর্মকর্তার নামে লক্ষ্মীপুর আদালতে মামলা

অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক: লক্ষ্মীপুরে এ্যানি

এদেশে কেউ লগু আবার কেউ গুরু নেই সবাই সমান : লক্ষ্মীপুরে তানিয়া রব

ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন হাসিনা: এ্যানী

ছাত্র আন্দোলনে সব ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি: এ্যানি

৬ষ্ঠ উপজেলা নির্বাচন | রামগতি ও কমলনগর উপজেলায় কে কত ভোট পেয়েছেন ?

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com