নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল আলমের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে উভয় পক্ষের মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার
দুপুরে হরতালের সমর্থনে আশরাফুল আলমের সমর্থকরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের উত্তর তেমুহনী প্রদক্ষিণ করে মাদাম এলাকায় গিয়ে শেষ হয়। এসময় ওই মিছিল থেকে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়।
এদিকে, ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে নেতাকর্মীরা হরতাল বিরোধী একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। অভ্যন্তরীণ রুটে রিকশা, সিএসজি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। দোকানপাট, অফিস-আদালত, ব্যাংক-বীমা যথারীতি খোলা ছিল। অপ্রীতিক ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে ও রাস্তায় পুলিশ টহল দেখা গেছে।
প্রসঙ্গত, শনিবার (১০ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে।
রোববার (১১ জানুয়ারি) নবগঠিত কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফুল আলমের গ্রুপ সশস্ত্র মহড়া দিয়ে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে তালা দেয়, সড়ক অবরোধ করে এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এবং সোমবার সকাল সন্ধ্যা হরতাল ডাক দেয়।
0Share