রাকিব হোসাইন রনি, লক্ষ্মীপুর: বিএনপি-জামায়াত জোটের ডাকা টানা হরতাল-অবরোধ, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ১৪ দলীয় জোটের শরীক সংগঠন জাসদ (ইনু), ওয়ার্কাস পার্টি ও সাম্যবাদী
দল। রোববার সকাল ১১ টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে ১৪ দলীয় জোটের শরীক সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মামুনুর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নারী-শিশু ও পথচার হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, জাসদ(ইনু) কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন মোল্লা, ওয়ার্কার্স পাটির লক্ষ্মীপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীয় সম্পাদক ও মার্চ ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ মাহবুবুল করিম টিপু এবং জেলা জাসদের সেক্রেটারী ও মুক্তিযোদ্ধা সদর উপজেলা কমান্ডার মাহবুবুল আলম, সাম্যবাদী দল জেলা কমিটির সম্পাদক মোঃ আবু তাহের, কমরেড দিদার হোসেন, জাসদ নেতা শেখ মহিউদ্দিন, ওয়ার্কার্স পার্টির নেতা মাষ্টার হারুনুর রশিদ, সাম্যবাদী দলের কমরেড হাফিজ উল্য, বাংলাদেশ যুব মৈত্রী সদর উপজেলা সংগঠক মামুনুর রশিদ মামুন, মার্চ ছাত্র পরিষদ সদর উপজেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন টিপু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় দেশবাসীকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বক্তারা আরো বলেন, আজ সময় এসেছে একাত্তরের পরাজিত শক্তিকে আরেকবার পরাজিত করে বাংলাদেশকে রাজাকার আল বদর মুক্ত করা।
0Share