লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে শিশু সহ তিন স্থান থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড়বল্লবপুর গ্রামের আবদুর রব রাসেল, একই উপজেলার শাকচর থেকে গৃহবধু
মায়া আক্তার ও রায়পুর উপজেলার গাইয়ারচর থেকে জিহাদ হোসেনে নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে স্ব স্ব থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড়বল্লবপুর গ্রামের আবদুল মোতলেবের সঙ্গে পাশের জয়নাল আবেদিনের ছেলে বাহার উদ্দিনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৯ জানুয়ারি রাতে আবদুল মোতালেবের ছেলে আবদুর রবকে তুলে নিয়ে বাহার উদ্দিনসহ তার লোকজন আবদুর রব রাসেলকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আবদুর রবকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। পরে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যায়।
অপর দিকে একই উপজেলা শাকচর গ্রাম থেকে একই দিন বিকালে মায়া বেগম নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মায়া বেগম একই গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। এ দিকে বিকালে রায়পুর উপজেলার গাইয়ারচর এলাকার একটি কূপ থেকে শিশু জিহাদ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু জিহাদ হোসেন একই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।
সহকারী পুলিশ সুপার মোঃ জুনাইদ কাউছার (সদর) বলেন “পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
0Share