লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে তানজিমা আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে পুলিশ গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালীর
সুধারাম থানার বৌকন্ঠপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ সোহাগ (২৯) ও একই গ্রামের বেলাল হোসেনের ছেলে সিএনজির ড্রাইভার মোঃ শাকিল (১৮)। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম তানজিমা আক্তার রামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।
স্কুলছাত্রী তানজিমা আক্তার জানায়, অপহরণের চেষ্টাকারী মোঃ সোহাগ দুঃসম্পর্কে তার খালাতো ভাই হয়। দীর্ঘদিন যাবত সোহাগ প্রেমের প্রস্তাবসহ তানজিমাকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছে। তানজিমা তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে সোহাগ ও তার সহযোগি সিএনজির ড্রাইভার শাকিল তার গতিরোধ করে জোরপূর্বক সিএনজিতে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে সোহাগ ও শাকিলকে আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আটককৃত দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় তানজিমা আক্তার নিজেই বাদি হয়ে গ্রেপ্তারকৃত দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আরজুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত দুইজনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
0Share