নিজস্ব প্রতিনিধি: রামগতি-কমলনগরে ১৯৮ কোটি টাকা ব্যায়ে চলমান মেঘনা নদী ভাঙ্গন রোধ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অবঃ) মো. নজরুল ইসলাম।
বুধবার সকাল ১০টার দিকে তিনি রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায় এ প্রকল্প পরিদর্শনে আসেন। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে।
প্রকল্পটি পরিদর্শনকালে প্রতিমন্ত্রীকে জানানো হয়, সাড়ে তিন মাসে পাইলট প্রকল্পের এক কিলোমিটার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি চার কিলোমিটার কাজ আগামী জুনের মধ্যে সম্পূর্ণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। ভাংঙ্গন রোধে পর্যায়ক্রমে রামগতি ও কমলনগরে ১৩ কিলোমিটার বেড়িবাধঁ র্নিমাণ করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডা. জাফর আহম্মদ, পাউবোর মহা পরিচালক ইসমাইল হোসেন, পাউবোর কুমিল্লার প্রধান প্রকৌশলী নাজির আহম্মেদ, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন ও রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদসহ প্রশাসনিক কর্মকর্তারা।
0Share