নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরগামী ইকোনো পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীবেশী ডাকাত দল প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার লালমাই এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইকোনো
পরিবহনের চালক বাবুল চন্দ্র দাসকে (৪০) পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী ও বাসের যাত্রীরা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। যাত্রীরা জানান, মঙ্গলবার রাতে তারা ঢাকার সায়েদাবাদ থেকে ইকোনো পরিবহনে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত আড়াটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার লালমাই এলাকায় পোঁছলে যাত্রীবেশী ৮-১০ জন সশস্ত্র ডাকাত অস্ত্র ঠেকিয়ে ৪৫ হাজার টাকা, মোবাইল ফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
পরে বাসের যাত্রীরা চালক বাবুল চন্দ্র দাসকে পাশের থানায় বিষয়টি অবহিত করতে বললে তিনি কর্ণপাত না করেই লক্ষ্মীপুরের উদ্দেশে যেতে থাকেন। ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর সদর উপজলার মান্দারী বাজার এলাকায় পোঁছলে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীরা চালককে মারধর করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে ও বাসটি আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ইকোনো পরিবহনের যাত্রী ও সদর উপজেলার পশ্চিম বটতলী গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে মনিরুল ইসলাম জানান, চালককের যোগসাজসে ডাকাতেরা অস্ত্রের মুখে তার ১৭ হাজার টাকা, অপর যাত্রী বাবুলের ২৮ হাজার টাকা ও মোবাইল ফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গাড়ি থেকে নেমে যায়।
তিনি আরও জানান, চালককে বিষয়টি লালমাই পুলিশকে জানানোর অনুরোধ করলেও তিনি কর্ণপাত না করেই গাড়ি নিয়ে বেগমগঞ্জ চৌরাস্তা বাজার এসে সুপারভাইজারকে নামিয়ে দেন। পরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় পোঁছলে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীরা চালক বাবলু চন্দ্র দাসকে আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করেন।
বিষয়টি বুধবার সকালে কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রেজাউল হককে জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে চালক বাবুল জানান, ডাকাতেরা চলন্ত গাড়ি থেকে তাকে সরিয়ে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক বাবুলকে যাত্রীরা পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় যাত্রী মনিরুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়েরে করেছেন। আটক চালককে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
0Share