১২ নভেম্বরকে উপকূল দিবস স্বীকৃতি দিয়ে উপকূলবাসীর অগ্রগতি ও সুরক্ষার তাগিদে পৃথক উপকূল মন্ত্রনালয় গঠনের দাবি জানিয়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নানা শ্রেনী পেশার মানুষ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপকূল দিবস পালনের পৃথক কর্মসূচী থেকে এ দাবি জানানো হয়।
কর্মসূচী পালনের সময় রায়পুর এলএম মডেল পাইলট স্কুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সাথে স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সদস্য রফিকুল ইসলাম বাঙ্গালীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অন্যদিকে রায়পুর উপজেলা সম্মিলিত সেচ্ছাসেবী পরিবার কতৃক আয়োজিত উপকূল দিবস ১২ই নভেম্বর চাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার সম্মিলিত সেচ্ছাসেবী পরিবারের আহবায়ক তুহিন চৌধুরী, যুগ্ম আহবায়ক আলিম উল্লাহ পিন্টু, সদস্য সচিব ওয়াহিদুর রহমান মুরাদ, সবুজ বাংলাদেশের আহমেদ মিরন রাজু, সঞ্জয়, মারুফ বিন শরিফ, ইয়েস ক্লাবের কিবরিয়া তুষার, ব্লাড ক্লাবের মীর মাসুদ, ফিরোজ আলম, নাসির আল ইমরান, সিরাজ শাহরিয়ার, গার্লস স্কুলের শিক্ষিকা ও শিক্ষার্থী।
এসময় বক্তারা ১২ নভেম্বর নিহতের স্মরণে এ দিনকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষণার দাবি জানান।
প্রসঙ্গত; ১৯৭০ সালে ১২ নভেম্বর লক্ষ্মীপুরসহ উপকূলের ১৬ জেলায় প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে সরকারি ভাবে ৫ লাখ, তবে বেসরকারি হিসেবে ১০ লাখ মানুষ মারা যায়। লক্ষ্মীপুরে প্রাণহানী ঘটে ৫০ হাজার মানুষের। ২০১৭ সালের ১৮মার্চ জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এ দিনকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণহানির ঘটনা হিসেবে স্বীকৃতি দেয়।
0Share