রায়পুর প্রতিনিধি: রায়পুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পরিচালিত করে শহরে অবস্থিত মাতৃছায়া হাসপাতাল ও ফরিদ ডায়াগনষ্টিক সেন্টরের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় রায়পুর বাসষ্ট্যান্ডে অবস্থিত মাতৃছায়া হাসপাতালকে ২০ হাজার টাকা ও ফরিদ ডায়াগষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা আদয় করা হয়। পরে হাসপাতালে পরিবেশ এবং জনসম্মূখে মুল্য তালিকা ঝুলানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার আইনে হাসপাতালগুলোতে মূল্য তালিকা না থাকা, কর্মরত সেবিকাদের কাগজপত্র না থাকা এবং নোংরা পরিবেশ থাকায় সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম হোসেন এ আদালত পরিচাল না করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম হোসেন বলেন, আগামী ৭ দিনের মধ্যে মূল্য তালিকা এবং সেবিকাদের কাগজপত্র দেখানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
0Share