রায়পুর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার আয়োজিত রক্তদাতাদের নিয়ে এক কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৪ নভেম্বর) দুপুরে রায়পুর পৌরসভার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। তুহিন চৌধুরীর সভাপতিত্বে এ প্রধান অতিথি ছিলেন রায়পুুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাকির হোসেন।
এসময় ডা.জাকির হোসেন বলেন, রায়পুরে স্বেচ্ছা রক্তদাতাদের রক্ত সরকারি ফ্রিজে ফ্রিজিং করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি রক্তদাতা ও গ্রহীতার টেষ্ট বিনামূল্যে করার ঘোষণা দেন তিনি। তিনি আরো বলেন, যে কোন প্রকার এন্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহন করা যাবে না।
সভা আরো উপস্থিত ছিলেন, রায়পুর পৌর লাইসেন্স পরিদর্শক মো.আরমান, সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের যুগ্ম আহবায়ক আজম খান,সদস্য সচিব ডেন্টিস্ট মুরাদ, এশিয়ান টিভির রায়পুর প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু, মীর মাসুদ, পীরজাদা জেলিস, রাজন হোসেন, সঞ্জয় সাহা, বায়েজিদ বোস্তামি, এনামুল আহসান, আঃরহমান রাজু, নাসির আল ইমরান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
0Share