বিশিষ্ট কলামিষ্ট ,সাহিত্যিক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ আলম শাইনের লেখা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক গ্রন্থ ‘৬৩ ডিগ্রি সেলসিয়াস’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সভায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এসময় ‘সবুজ বাঁচাও’ থিম সং-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো।
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন আয়োজিত ‘বায়ুদূষণ রোধে আমাদের করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
অনুষ্ঠানের বক্তৃতা করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর সিআইপি, সবুজ আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ, অধ্যাপক এম মিজানুর রহমান প্রমূখ।
আলম শাইন
১৯৭১ সালের ১৮ জানুয়ারি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামে জন্ম গ্রহন করেন। এ যাবত তিনি তেরটি উপন্যাস, ১৩০টি রম্যরচনা এবং আটশতাধিক প্রবন্ধ-নিবন্ধ-ফিচার লিখেছেন। এর মধ্যে পাখি নিয়ে প্রকাশিত ফিচারের সংখ্যা ৪৮০টি। তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে, উপন্যাস ঘুনে খাওয়া বাঁশি, ঘুষ নিয়ে ঘুষাঘুষি, দৌড়, ওস্তা, মাইট্যা ব্যাংকের গভর্নর, নিষিদ্ধ বাড়ি, সুন্দর বনে দু’রাত, আমি খাই জুতা, নিশিকন্যা, চিতাশালার মোড়ে, নীলকুঠি হ্রদ ও লাল বালির দ্বীপ। হাজাম সম্প্রদায় নিয়ে লেখা লেখকের ‘ওস্তা’ উপন্যাস দুই বাংলায় ব্যাপক আলোচিত হয়েছে। উপন্যাসটি ড. মঞ্জুশ্রী সাহিত্য পুরস্কার ২০০৮ ভূষিত হয়। এ ছাড়াও পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রবর্তিত ‘বোস্টন বাংলা নিউজ অ্যাওয়ার্ড-২০১৫’ ভূষিত হয়েছেন। বর্তমানে আলম শাইন বন্যপ্রাণী নিয়ে কাজ করছে এবং দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত বন্যপ্রাণী ও প্রকৃতি নিয়ে লিখছেন।
0Share