রায়পুর প্রতিনিধি: রায়পুরে জাতীয়তাবাদী যুবদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের সরব অংশগ্রহণে ব্যাপক আনন্দ-উৎসব ও বিক্ষোভের মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার বিকালে বাস টার্মিনাল
দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে উপস্থিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সম্মুখে নানান স্লোগানে বিক্ষোভ করেন। একই সময়ে তারা মুক্তি দাবি করেন ৯ অক্টোবর বিদ্যুত অফিসে হামলা ও অগ্নিকান্ডের ঘটনায় হয়রানিমূলক মামলায় গ্রেফতার হওয়া নেতাকর্মীদের।
উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম আলমাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক ও মেয়র এবিএম জিলানী, উপজেলা ১ম যুগ্ম আহাবায়ক হোসেন আহাম্মদ বাহাদুর, যুবদল নেতা এমরান হোসেন, ইকবাল হোসেন পাটওয়ারী, নুর এ হেলাল মামুন, স্বেচ্ছাসেবকদল নেতা কাউসার আলম মোল্লা, ছাত্রদল নেতা হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, আকবর হোসেন স¤্রাট, শাহরিয়ার ফয়সাল, এনামুল হক রাসেল প্রমুখ।
উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম আলমাস বলেন, আনন্দ মুখর পরিবেশ ও বিক্ষোভের মাধ্যমে নেতাকর্মীরা স্বত:স্ফুর্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। আমরা আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানাই। অন্যথায় আগামী দিনে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
0Share