রায়পুর প্রতিনিধিঃ রায়পুরে হরতালের সমর্থনে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ১০ নেতাকর্মী আহত হয়েছে। এসময় পুলিশ বিএনপি’র দলীয় কার্যালয় সকাল থেকে দুপুর পর্যন্ত অবরুদ্ধ
করে রাখে। সোমবার সকালে বাস টার্মিনাল এলাকায় বিএনপি’র ২’শতাধীক নেতাকর্মী মিছিল বের করলে পুলিশ লাঠি চার্জ করে ছত্র ভঙ্গ করে দেয়। তার পর থেকে হরতালের সমর্থনে বিএনপি’র নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। আহতরা হলেন, ছাত্রদল নেতা তুহিন,শুভ, ফয়সাল, সুজন, রাসেল সহ ১০ নেতাকর্মী। তারা রায়পুর সরকারী হাসপাতালে সহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ভাবে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করছিল। এসময় পুলিশ অতি উৎসাহীত হয়ে মিছিলে হামলা চালিয়ে নেতা কর্মীদের আহত করে। পুলিশ দলীয় কার্যালয় ঘেরাও করে রাখায় দুপুর পর্যন্ত কোন নেতাকর্মী রাস্তায় বের হতে পারেননি।
রায়পুর থানার ওসি (তদন্ত) সোলায়মান চৌধুরী বলেন, হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা বাস টার্মিনাল এলাকায় পিকেটিং ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নি সংযোগ করেন। এসময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা পালিয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কার্যালয় ঘেরায়ের ঘটনাটি সঠিক না।
0Share