তাবারক হোসেন আজাদ: রায়পুরে শনিবার বিকেলে উপজেলা ও পৌরসভার আওয়ামীলীগের বর্ধিত সভা ও কর্মী সমাবেশ সম্পন্ন করা হয়েছে। গত ১৫ দিন ধরে উপজেলা ও পৌরসভার
বিভিন্ন স্থানে পৃথক পৃথক সভার মধ্য দিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এদিকে অবহেলিত ও নিস্ক্রীয় থাকা ক্ষোভে ও অভিমানে নির্যাতিত রায় শতষ্পূর্ত হয়ে দক্ষিন চরবংশী ইউনিয়ন, পৌরসভার চারটি ওয়ার্ডে আ‘লীগ নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপির নেতা, কর্মী ও সমর্থক আ‘লীগে যোগদান করেছেন।
জেলা আ‘লীগ নেতাদের নির্দেশে ঝিমিয়ে পরা নেতা কর্মীদের উজ্জীবিত করা ও সংগঠন মজবুত করার লক্ষ্যে গত ১৫ দিন ধরে উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় এ কর্মসূচি সম্পন্ন করেন।
আ‘লীগের ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের সভাপতিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদকদের পরিচালনায় কর্মী সমাবেশ ও বর্ধিত সভা পৃথক পৃথক এ বর্ধিত সভাগুলোতে আ‘লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ প্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেছেন।
এ বর্ধিত সভাগুলোতে বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাজ্বী ইসমাইল খোকন, আ‘লীগ সাবেক সাধারন সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, সাংঘঠনিক সম্পাদক শাহ জাহান কামাল, পৌর আ‘লীগের আহব্বায়ক জামশেদ কবির বাকি বিল্লাহ্, কাজী নাজমুল কাদের গুলজার, পৌর যুগ্ন আহব্বায়ক আইনুল কবির মনির, আ‘লীগ নেতা স্বপন পাটাওয়ারী, রফিক বাঙ্গালী, মোঃ রাছেল প্রমুখ।
আ‘লীগে যোগদানকারী জুয়েল ও দুলাল ভূঁইয়া বলেন, বিএনপিতে থেকে আমরা অবহেলিত হয়েছি। নেতারা কখনোই আমাদের খোঁজ খবর রাখেনি। বরং অন্য দল করে আ‘লীগের নেতাদের সহযোগিতা পেয়েছি। তাই আ‘লীগের প্রতি বিশ্বাস রেখে স্বতষ্পুর্ত হতে আমরাসহ প্রায় চার শতাধিক নেতাকর্মী আ‘লীগে যোগদান করতে পেরে নিজেরে গর্ভীত মনে করছি।
উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন খোকন, পৌরসভার আহব্বায়ক জামশেদ কবির বাকি বিল্লাহ্ জানান, জেলা আ‘লীগ নেতাদের নির্দেশে ঝিমিয়ে পরা নেতা-কর্মীদের উজ্জীবিত করা ও সংগঠন মজবুত করার লক্ষ্যে কর্মসূচী সম্পন্ন করা হয়েছে। গত ১৫ দিন ধরে বিভিন্ন তারিখে উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভায় ৯ টি ওয়ার্ডে প্রায় সকল নেতা-কর্মীদের ভাল অংশ গ্রহন ছিল। গত ১০ বছর ধরে কমিটি না হওয়া এবং উপজেলা ও পৌর আ‘লীগের সম্মেলনের লক্ষ্যে এ বর্ধিত সভাগুলো সম্পন্ন করা হয়েছে।
0Share