লক্ষ্মীপুর জেলার রায়পুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আনোয়ার হোসেন ঢালী সভাপতি (আমাদের সময়) ও এমআর সুমন (ইত্তেফাক/লক্ষ্মীপুর২৪) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, রায়পুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি তাবারক হোসেন আজাদ (যুগান্তর), মিজানুর রহমান মোল্ল্যা (সমকাল), যুগ্ম-সম্পাদক হারুনুর রশিদ (আমার সংবাদ ), সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সবজি (ভোরের পাতা ), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মঞ্জু (খোলা কাগজ ), নির্বাহী সদস্য কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, মাহবুবুল আলম মিন্টু, মোঃ মোস্তফা কামাল, কামাল উদ্দিন ও মুকুল পাটওয়ারী ।
নবনির্বাচিত সম্পাদক এম,আর সুমন বলেন, সাংবাদিকতার মান উন্নয়ন, প্রেসক্লাবের ক্লাবের স্থায়ী ভবন নির্মাণসহ পরিকল্পিত উন্নয়নে আমরা সবাইকে নিয়ে কাজ করে যাবো।
22Share