সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
বিগত সবগুলো সংসদ নির্বাচনের পরিসংখ্যান: লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসন

বিগত সবগুলো সংসদ নির্বাচনের পরিসংখ্যান: লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসন

বিগত সবগুলো সংসদ নির্বাচনের পরিসংখ্যান: লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসন

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ ১৯৭৩ সালে দেশের প্রথম সংসদ নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশে ১০টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা ১৯৮৬ সালে ৩য় সংসদ নির্বাচন থেকে নির্দিষ্ট জেলা আসনে প্রার্থী প্রদান শুরু করে। ১৯৯১ সালের অনুষ্ঠিত নির্বাচন থেকে বাংলাদেশের পরবর্তী নির্বাচনগুলো প্রধান দুদলের মধ্যে প্রতিদন্দ্বী হয়ে ওঠে। যে কারণে ৫ম নির্বাচন থেকে পরের সংসদ নির্বাচন গুলো ছিল বেশি আমেজ পূর্ণ।

১৯৮৬ সালে ৩য় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা  লক্ষ্মীপুর-১ সংসদীয় আসন হিসেবে সংসদে ২৭৪ নং টিকেট পায়। এরপর থেকে আজোও একই ভাবে এ আসনে সংসদ নির্বাচন হয়ে আসছে। এ আসনে ১৯৮৬ সালের তৃতীয় এবং ১৯৮৮ সালের ৪র্থ সংসদ নির্বাচনে জয়লাভ করে জাতীয়পার্টি। পরে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের  নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি। ২০১৪ সালে তরিকত ফেডারেশন জয়লাভ করে। সুতরাং দেখা যাচ্ছে এ আসনটি সৃষ্টি থেকে জাতীয়পার্টি এবং বিএনপির দখলে ছিল। আগামি নির্বাচনে কার দখলে যায় সেটা দেখা বিষয়।

এবার লক্ষ্মীপুরের ইতিহাস ঐতিহ্য এবং তথ্যগ্রন্থ লক্ষ্মীপুর ডায়েরি এর সৌজন্যে  এ আসনের বিগত নির্বাচনগুলোর পরিসংখ্যান দেখে নেয়া যাক:

 

লক্ষ্মীপুর-১, আসন নং- ২৭৪, নির্বাচনী এলাকা রামগঞ্জ উপজেলা

 

নির্বাচন সময় মোট ভোটার পুরুষ ভোটার নারী ভোটার ভোট কেন্দ্র্র
একাদশ সংসদ ৩০/১২/২০১৮ ১৯৬৪২৮

 

৯৯৮৫৫

 

৯৬৫৭৩

 

৮১

 

বিগত সংসদীয় নির্বাচনের ফলাফল

 

সংসদ ও সময় মোট ভোটার বিজয়ী ও নিকটতম দল প্রতীক

 

 

 

মোট প্রাপ্ত ভোট কেন্দ্র
১০ম, ২০১৪ ১৮৫৬৫২ এম এ আউয়াল-বিজয়ী তরিকত ফেডারেশন (ফুলের মালা) ৪৯৬৫৬ ৮১
    সফিকুল ইসলাম

নিকটতম প্রার্থী

স্বতন্ত্র আনারস ৩৮৯৯০  
৯ম, ২০০৮ ১৬১৮১৬ নাজিম উদ্দিন-বিজয়ী বিএনপি ধানের শীষ ৭৪২৭৬ ৮০
    মোঃ শাহজাহান আওয়ামীলীগ নৌকা ৫৪৯৪৬  
৮ম, ২০০১   জিয়াউল হক জিয়া-বিজয়ী বিএনপি ধানের শীষ ৬৮৯৯০  
    মোঃ শাহজাহান আওয়ামীলীগ নৌকা ৩২৪৩৭  
৭ম, ১৯৯৬   জিয়াউল হক জিয়া-বিজয়ী বিএনপি ধানের শীষ ২৮৫৭৭  
    সফিকুল ইসলাম

নিকটতম প্রার্থী

আওয়ামীলীগ নৌকা ১৭২৪৪  
৫ম,১৯৯১   জিয়াউল হক জিয়া-বিজয়ী বিএনপি ধানের শীষ ২৪৭২৭  
    লুৎফুর রহমান জামাতে ইসলামী দাঁড়িঁপাল্লা ১১২৪৮  
চর্তুথ, ১৯৮৮   আবদুল গোফরান জাতীয় পার্টি      
৩য়, ১৯৮৬   আবু নাসের মোহাম্মদ শামছুল ইসলাম জাতীয় পার্টি      

 

তথ্যসূত্র: লক্ষ্মীপুর ডায়েরি

লক্ষ্মীপুরের ইতিহাস আরও সংবাদ

Lakshmipur | লক্ষ্মীপুর | লক্ষ্মীপুর জেলার ইতিহাস | লক্ষ্মীপুর জেলার পরিচিতি

রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি স্তম্ভ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর আগমনের দিনে তাঁকে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খ্যাতিতে ঐতিহ্যবাহী রামগতির মিষ্টি

২০ ফেব্রুয়ারি ১৯৭২: প্রথম রাষ্ট্রীয় সফর রামগতি ও ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিব

লক্ষ্মীপুর মটকা মসজিদ ভাঙ্গা হয়েছে ২০১৮ সালে | এখনো জীবন্ত আছে ডিসি ওয়েবসাইটে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com