সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশের আকাল, দাম নাগালের বাইরে

লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশের আকাল, দাম নাগালের বাইরে

0
Share

লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশের আকাল, দাম নাগালের বাইরে

লক্ষ্মীপুরের রামগতির মেঘনায় জেলেদের জালে আশানুরূপ ইলিশ মিলছে না। ফলে শূন্য হাতে অনেক জেলে ডাঙায় ফিরছেন। প্রতিবছর এমন সময়ে জেলেরা ইলিশ ধরার কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু এবার তার উল্টো চিত্র। এখন জেলেদের জালে ধরা পড়ছে পোয়া মাছ। জালভর্তি মাছ পাওয়ায় কিছু জেলের মুখে হাসি লক্ষ করা গেলেও অধিকাংশ জেলেদের মধ্যে ইলিশ মাছ কম পাওয়ায় হতাশা দেখা গেছে। রামগতি উপজেলার রামগতি ঘাট, টাংকীর ঘাট ও আলেকজান্ডার সেন্টার খাল ঘাট ঘুরে দেখা গেছে এ চিত্র।

ইলিশের ঘাটগুলোতে বর্তমানে ইলিশ মাছের সংকটের কারণে ইলিশ আহরণ ও বাজারজাতের সঙ্গে জড়িত মেঘনার উপকূলের হাজার হাজার জেলে এবং ব্যবসায়ীরা চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছেন। মাছ কেনার জন্য মানুষ বাজারে ভিড় জমালেও অতিরিক্ত দামের কারণে রামগতির উপকূলের সাধারণ মানুষ ইলিশের স্বাদ গ্রহণ করতে পারছেন না। ওজনভেদে ১ কেজি ইলিশ ৬৫০ টাকা থেকে দেড় হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ইলিশের এই মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।

রামগতি বাজারের সারওয়ার নামে এক ব্যক্তির সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘একটি ৭০০-৮০০ গ্রাম সাইজের ইলিশ কিনতে চেয়েছিলাম। কিন্তু ক্রয়ক্ষমতার বাইরে। ইলিশ কম ধরা পড়ছে, তাই দাম বেশি। কিন্তু পোয়া মাছ প্রচুর ধরা পড়লেও ৪০০ থেকে ৬০০ টাকা কেজিতে কিনতে হচ্ছে।’

রামগতি বাজারে ঘণ্টা খানেক অপেক্ষা করে দেখা যায়, বেশির ভাগ ক্রেতা ইলিশের দাম শুনে ফিরে যাচ্ছেন। অনেকে বড় ইলিশের দাম করে ২০০-৪০০ গ্রাম সাইজের ইলিশ নিয়ে বাসায় ফিরছেন। কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সমীরের সঙ্গে। তাঁর মতে, মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ।

বেশির ভাগ মানুষের কাছে ইলিশ এই মুহূর্তে বিলাসিতার পণ্য। তিনি বলেন, ‘আমার মতো লোকও দ্বিধাদ্বন্দ্বে আছি, দুটি মাঝারি সাইজের ইলিশ কিনতে হাজার অথবা ১ হাজার ২০০ টাকা লাগবে। তাহলে আমার নিত্যপ্রয়োজনীয় খরচের কী হবে।’

খোঁজ নিয়ে দেখা যায়, স্বল্প পরিমাণ ইলিশ ঘাটে এলেও এ ব্যবসার সঙ্গে জড়িত জেলে, আড়তদার, শ্রমিকসহ অনেকেই বসে বসে পুঁজির টাকা খরচ করছেন। অপর দিকে ইলিশনির্ভর উপকূলীয় এলাকার মানুষের চোখে-মুখে এখন অভাবের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।

রামগতি মাছঘাটের আবদুল ওহাব মাঝি জানান, বিগত বছরগুলোতে এ সময় জেলেদের জালে ইলিশ ধরা পড়েছিল; অথচ এবার সময় অতিবাহিত হলেও জেলেদের জালে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না।

রামগতি বাজারের বরফ কলের মালিক মিলন জানান, জেলেরা বরফ কিনতে না এলেও উৎপাদনের জন্য ইঞ্জিন সব সময় চালু রাখতে হয়। ফলে বরফ বিক্রি না থাকলেও বিদ্যুৎ বিল এবং অন্যান্য খরচ মেটাতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীম কার্যক্রম বাস্তবায়নে অরিয়েন্টেশন

রামগতিতে ভুয়া চিকিৎসক গ্রেফতার, জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে চলছে চিংড়ির রেণু ধরার মহোৎসব

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রামগতিতে সমাবেশ

সাগরে ৬৫দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা, না মানলে দণ্ড

রামগতির আটটি আড়তে অভিযান, অবমুক্ত এক লক্ষ চিংড়ি রেণু

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2022
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com