লক্ষ্মীপুরের রামগতিতে কালবৈশাখী ঝড়ের তান্ডবলীলায় ৪টি মসজিদ, ২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক কাচা ঘর বিধ্বস্ত হয়েছে। সোমবার সন্ধ্যার আগ মুহূর্ত থেকে শুরু হওয়া ঝড়ের কবলে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্যাহ ইউনিয়নের জনতা বাজার, কামাল বাজার, চেয়ারম্যান বাজারের ৪টি জামে মসজিদসহ ২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ সমস্ত ঘরের বসতিরা বর্তমানে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে বলে জানা গেছে।
কালবৈশাখী ঝড়ের প্রভাবে নদীর পানি উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কিছু সয়াবিন, বাদাম, ডাল ক্ষেতের ফসলী জমি পানির নীচে তলিয়ে গিয়ে ফসল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। উপড়ে পড়েছে অনেক গাছপালা। প্রচন্ড ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে টিপু সুলতান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ চর আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষ। এছাড়াও জনতা বাজার নূরানী মাদ্রাসার টিনশেড ঘরটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মঞ্জুর জানান, আমার ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ২৫টি বসত ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং প্রায় ৩০টি বসতঘর অংশিক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রিয়াদ হোসেন জানান, প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল মোমিন বলেন, বয়ে হাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার বিচ্ছিন্ন চর আবদুল্যাহ ইউনিয়নের কয়েকটি মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, বেশকিছু বসতঘর ও কিছু ফসলী জমির ফসল নষ্ট হয়ে গেছে। বরাদ্দ পেলে সাধ্যমত ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
0Share