লক্ষ্মীপুরের রামগতিতে এক স্বাস্থ্যকর্মী (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডর) সহ দুই জনের শরীরে করোনায় ভাইরাস শনাক্ত করা হয়েছে। ওই স্বাস্থ্যকর্মী উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকার ও অন্যজন চরগাজী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
এরআগে ওই উপজেলায় আরও আট জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে রামগতিতে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ জনে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, রামগতিতে প্রথম আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেলা সিভিল সার্জন আব্দুল গাফ্ফার বিয়ষটি নিশ্চিত করে বলেন, চরগাজী ইউনিয়নে আক্রান্ত ওই রোগীর উপসর্গ (শ্বাস কষ্ট) দেখা দিয়েছে। দ্রæত ওই রোগীকে নোয়াখালীতে রেফার করা হয়েছে।
0Share