লক্ষ্মীপুরের রামগতিতে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকসহ দুই জনের শরীরে করোনায় ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে একজন উপজেলার বড়খেরী ইউনিয়নের বাসিন্দা ও আরেকজন রামগতি পৌরসভার শিক্ষাগ্রামের বাসিন্দা।
এরআগে ওই উপজেলায় ইউপি চেয়ারম্যান ও স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন করোনায় আক্রান্ত হন। নতুন আক্রান্তদের নিয়ে রামগতিতে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন।
বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: কামনাশিস মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।



0Share