“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” শ্লোগানকে সামনে রেখে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই সংগঠন। সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই সংগঠনের লক্ষ্মীপুরের রামগতি উপজেলা শাখা।
রোববার (০১ নভেম্বর) সকালে রামগতি প্রেসক্লাবে তারা এ সংবাদ সম্মেলন করেন।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিআরডিবির চেয়ারম্যান এম শোয়াইব হোসেন খন্দকার, উপদেষ্টা একেএম জহির রায়হান, নিসচা’র উপজেলা সভাপতি মোমিন উল্যাহ, নিসচা’র সহ সভাপতি সেলিম হাওলাদার, নিসচা’র সহ সভাপতি আবুল বাশার সুমন, নিসচা’র আইন বিষয়ক সম্পাদক ডা: নোমান হাসান ভূইয়া প্রমূখ।
এসময় লিখিত বক্তব্যে উপজেলা সভাপতি মোমিন উল্যাহ বলেন, আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৩ ইং সালে নিসচা প্রতিষ্ঠিত হয়। সেই থেকে নিসচা নিরাপদ সড়কের দাবীতে আন্দোলন করে যাচ্ছে। পরিবহন সেক্টরে শৃংখলা জোরদার এবং দূর্ঘটনা নিয়ন্ত্রনে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি ১১১ টি সুপারিশ করে। সেই সুপারিশমালাসহ পুরো সড়ক সিসি ক্যামেরার আওতায় আনা, শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতে ইনষ্টিটিউশন, শ্রমিক হাসপাতাল, শ্রমিক পল্লিসহ আগামী ১ জানুয়ারী ২০২১ হতে সড়ক পরিবহন আইন -২০১৮ পূর্ণ বাস্তবায়নের দাবী জানান।
সংবাদ সম্মেলনে রামগতি উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে, উপদেষ্টামন্ডলী নিসচা’র উপজেলা কমিটির সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন।
0Share