লক্ষ্মীপুর জেলার রামগতিতে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স এন্টারপ্রিনিওরশীপ এন্ড লাভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় রামগতি ক্লাস্টার অফিসের অধীনে চরলক্ষ্মী গ্রাম সমিতিতে রাস্তার (ইটের সোলিং) কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার (৩০ এপ্রিল) এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক কে. এম সাফায়েত হোসেন ( সি এন্ড ই), জেলা কর্মকর্তাগণ, ক্লাস্টার অফিসারসহ ক্লাস্টারের অন্যান্য কর্মীবৃন্দ ও গ্রাম সমিতির সভাপতি সাহেলা বেগম সাথী, জাহানারা বেগম, উপ-প্রকল্পের সেক্রেটারি মুক্তাসহ গ্রাম সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় রামগতি ক্লাস্টার অফিসার মো: আসাদুর রহমান বলেন, এই রাস্তা হওয়ার ফলে গ্রাম সমিতির সদস্য যেমন উপকৃত হবে তেমনি সাধারণ জনগণও উপকৃত হবে। তিনি আরও বলেন, তার ক্লাস্টারাধীন আরইএলআই প্রকল্পের ১৭টি গ্রাম সমিতিতে পর্যায়ক্রমে ১টি গ্রাম সমিতিতে ইটের সোলিং রাস্তা, ১০ টি গ্রাম সমিতিতে সোলার স্টেট লাইট ও ৬ টি গ্রাম সমিতিতে গভীর নলকূপ স্থাপনের জন্য মোট ১০ লক্ষ ৩০ হাজার ৯শত ৭৪ টাকা বাস্তবায়নের জন্য ব্যয় করা হবে।
লক্ষ্মীপুর জেলার এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকার মুঠোফোনে জানান, লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলায় ২০০ টি গ্রাম সমিতিতে আরইএলআই প্রকল্পের আওতায় উপ- প্রকল্প নির্মাণ কাজ করা এবং দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়নে কাজ করছে এসডিএফ।
0Share