রামগতি : রামগতি উপজেলার মেঘনা নদী থেকে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযানে ২৪০ কেজি জাটকা ইলিশ এবং পাঁচ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে। সোমবার দুপুর পর্যন্ত অভিযানে আটককৃত জাল আবদুল্লা চরে প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: আবদুর রউফ জানান, নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ২৪০ কেজি জাটকা ইলিশ আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
0Share