রামগতি : রামগতি পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাংচুর করেছে বিক্ষুদ্ধ গ্রাহক এবং ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে রামগতির আলেকজান্ডারে পল্লী বিদুৎতের আঞ্চলিক কার্যালয়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের এজিএম তাজল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে রামগতির রামদায়াল থেকে ২০ থেকে ২৫ টি মোটরসাইকেল যোগে ৪০ থেকে ৫০ জন বিক্ষুদ্ধ গ্রাহক ও ব্যবসায়ীরা বিদ্যুৎ অফিসে এসে হামলা চালায়। এ সময় তারা অফিসের দরজা-জানালা, চেয়ার-টেবিল, নোটিশবোর্ড ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা চলে যায়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
0Share