সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের সাংবাদিকদের সাথে সনাকের মতবিনিময় সভা

লক্ষ্মীপুরের সাংবাদিকদের সাথে সনাকের মতবিনিময় সভা

লক্ষ্মীপুরের সাংবাদিকদের সাথে সনাকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে অধিকতর সফল ও সার্থক করার লক্ষ্যে লক্ষ্মীপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ২০জুন)  বিকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুর এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাকের লক্ষ্মীপুর জেলা সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও গাজী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এ সভায় সনাক কার্যক্রম উপস্থাপন করেন সনাকের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য জেড এম ফারুকী এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন সনাক সহ-সভাপতি ভানু নাগ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া,টিআইবি প্রোগ্রাম ম্যানেজার করুনা কিশোর চক্রবর্তী, সাংবাদিক মোঃ কামাল হোসেন, আবু জাকের রাবেত, রবিউল ইসলাম খান, নিউজ২৪ এর লক্ষ্মীপুর প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল, প্রমূখ।এ সময়  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত লক্ষ্মীপুর জেলার সাংবাদিকগণ ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সনাক সভাপতি তার বক্তব্যে বলেন, সংবাদপত্র সমাজের দর্পন। আর এই দর্পনকে গতিশীল করে আমাদের সাংবাদিকবৃন্দ। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। তাদের শক্ত লিখনী সমাজের দুর্নীতির মাত্রা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সনাককে সহযোগিতা করতে সাংবাদিকবৃন্দের কাছে তিনি আহবান জানান। তিনি লক্ষ্মীপুরের আপামর জনসাধারণকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ততার আহবানও জানান।

টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার করুনা কিশোর চক্রবর্তী বলেন, সনাকের কার্যক্রমকে বেগবান করতে এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে সফল ও সার্থক করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সাংবাদিকদের যোগসূত্র সৃষ্টি হলে লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী আন্দোলন আরো বেগবান হবে এবং দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে সহায়ক ও শক্তিশালী অবস্থান তৈরী হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মিথ্যা মামলা দিয়ে হয়রানি: কমলনগরে সাংবাদিক সম্মেলনে দুই পরিবারের অভিযোগ

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক জিয়া চৌধুরীর বাবা মাহাবুবের রহমান আর বেঁচে নেই

রামগতিতে আদালতের স্থিতাবস্থা মানছেন না অবৈধ ইটভাটার মালিকপক্ষ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com