ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. এএসএম মাকসুদ আলম বলেছেন, অঞ্চলভিত্তিক উন্নয়নের মাধ্যমে সামষ্টিক ও জাতীয় উন্নয়ন পরিণত হয়। তাই শিকড়ের টানে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। নিজ এলাকার মানুষদের দেখে আলাদা একটা আবেগ কাজ করছে। মনে হচ্ছে- আমরা সবাই এক পরিবারের লোক। আজ থেকে আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। নোয়াখালীর মানুষের পাশে থেকে সব সময় নোয়াখালী কল্যাণ সমিতি কাজ করে যাবে। সিলেটে অবস্থান নোয়াখালীর সকল বাসিন্দাদের নিয়ে ‘বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি, সিলেট’ এর যাত্রা শুরু হয়েছে।
‘বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি, সিলেট’ এর যাত্রা উপলক্ষে শুক্রবার বিকেলে সিলেট নগরীর হোটেল স্টার পেসিফিকের হলরুমে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলি ও বৃহত্তর নোয়াখালি কল্যান সমিতর প্রধান আহবায়ক নুর আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি, সিলেট’ এর সদস্য সচিব স্বপন মাহমুদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আবদুল বাসেত মিলন, গীতা পাঠন করেন ড. সঞ্জয় সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর ড. জাফর আহমদ ভুইয়া, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুজ্জামান।,সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল মুকিত, সিলেট ওসমানি মেডিকেল কলেজের অধ্যাপক ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার ইসমাঈল পাটোয়ারী, সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: মিজানুর রহমান, আরআরএফ এর পুলিশ সুপার (কমান্ডেন্ট), মাহমুদুর রহমান, সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ হেফজুল্লাহ, সিলেট কাষ্টমস এক্সাইজ ও ভ্যট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো: রাশেদুল আলম, সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন, সিলেটের সিভিল সার্জন ডাঃ এস এম শাহরিয়ার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফাহমিদা সুলতানা সুচি, সিকৃবি’র শিক্ষার্থী তাসফিয়া তাহজিন, সহকারী ইঞ্জিনিয়ার মো. শাহনেওয়াজ চৌধুরী রাজিব প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট স্মাট টেকনলজিস্ট বিডি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম ভূইয়া এবং সিলেটে আবস্থানরত লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালির প্রায় ৪শতাধিক নাগরিক ।
অনুষ্ঠানের শুরুতে অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুর২৪ এর পক্ষ থেকে অতিথিদের ফুলদিয়ে অভিনন্দন জানানো হয়।
0Share